নাম্বার দিয়ে নাম,ঠিকানা বের করবেন। Findout name, Location with mobile number
মোবাইলে অপরিচিত নম্বর থেকে প্রাই কল বা মিসকল আসে আপনি কি তাতে বিরক্তিকর হন। মেয়েদের জন্যে এই ভোগান্তি তো অনেক বেশি।
বকাঝকা, ফোন সাইলেন্ট করে রাখা কোন
কিছুতেই যেন কাজ হয় না। ভাবুন
তো, অচেনা এই লোকটির নাম ঠিকানা
যদি এক মিনিটেই আপনার হাতের মুঠোয় চলে আসে, আর আপনি তার
নাম ধরে ডেকে বেশ ভালো রকম একটা হুমকী দিতে পারেন।
True caller অ্যাপস ইন্সটল করার জন্য ভিডিও সাহায্য নিতে পারে।
![]() |
PIC:FRIENDS RADIO |
কোন অচেনা নম্বর থেকে ফোন এলেই, আপনার ফোনে ভেসে উঠবে কলদাতার নাম।
True caller: অ্যাপস টি পাবেন গুগল প্লে স্টোরে। এটি আপনার ফোনে ইন্সটল করে
নিন।
True caller অ্যাপস ইন্সটল করার জন্য ভিডিও সাহায্য নিতে পারে।
No comments