ফেসবুকে গুরুত্বপূর্ণ সেটিংস । Important settings on Facebook
আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি, ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ফেসবুক সেটিং। সেটিং যদি ঠিক না থাকে তাহলে যে কোন মূহর্তে ফেসবুক হ্যাকি হয়ে যেতে পারে। ফেসবুক এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দারিয়েছে যে, আপনার ফেসবুক মানে আপনার জীবনের একটি অংশ। চলুন দেখে নেই ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিং।
টু স্টেপ ভেরিফিকেশন একটি সুরক্ষা বৈশিষ্ট্য যা আপনার পাসওয়ার্ড ছাড়াও আপনার ফেসবুক অ্যাকাউন্টকে সুরক্ষিত করতে সহায়তা করে। যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশন সেট আপ করেন তবে আপনাকে একটি বিশেষ লগইন কোড প্রবেশ করাতে
হবে, যা
আপনি মোবাইলে
পেয়ে যাবেন।
যদি কেউ কোনও কম্পিউটার থেকে লগ ইন করার চেষ্টা করে তখন আপনি সতর্কতাও পেয়ে যাবেন।
টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে:
১। ফেসবুকের উপরের ডান দিকের কোণে ক্লিক করে সেটিংস এবং লগইন ক্লিক করে আপনার সিকিউরিটি এবং লগইন সেটিংসে যান।
২। টু স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করতে স্ক্রোল করুন এবং এডিট ক্লিক করুন।
৩। আপনি যেকোন মোবাইল
নাম্বার এড করতে পারেন এবং অন-স্ক্রীন নির্দেশাবলী অনুসরণ করুন।
৪। আপনাকে এবার এনাবল ক্লিক
করে নিলেই
কাজ শেষ।
কোন অস্বীকৃত কম্পিউটার বা মোবাইল ডিভাইস থেকে লগ ইন করার সময় আপনি আপনার ফোনে কোড
পাবেন সেটি একাউন্টের জন্য
ব্যবহার করতে পারেন।
To turn on or manage two-factor authentication:
Go to your Security and Login Settings and clicking Settings > Security and Login.
Scroll down to Use two-factor authentication and click Edit.
Choose the authentication method you want to add..
Click Enable for turned on an authentication method.
Go to your Security and Login Settings and clicking Settings > Security and Login.
Scroll down to Use two-factor authentication and click Edit.
Choose the authentication method you want to add..
Click Enable for turned on an authentication method.
ফেসবুক লক থেকে
বাচার উপায়ঃ
আপনার যদি কখনও ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায়, তখন
আপনি বিশ্বস্ত বন্ধুদের হেল্প
নিতে পারেন। আপনার বন্ধুদের হেল্প করার পরে, তারা আপনাকে আপনার অ্যাকাউন্ট ফিরে পেতে সাহায্য করতে পারে, এমন একটি বিশেষ URL দিয়ে একটি পুনরুদ্ধার কোড পাঠাতে সক্ষম হবে।
আপনার বিশ্বস্ত বন্ধুদের
এড করতে যা করতে হবে:
১। আপনার সিকিউরিটি এবং লগইন সেটিংস যেতে
হবে।
২। নিচে স্ক্রোল করুন ও ক্লিক করুন 3 থেকে 5 বন্ধু অপশনটি সাথে এডিট করে নিন।
৩। বন্ধুদের এড করুন এবং নির্দেশাবলী অনুসরণ করুন।
আপনার বিশ্বস্ত বন্ধুদের এড করার পরে, আপনি যে বন্ধুদের এড করেছেন সেগুলি পরিবর্তন বা অপসারণ করতে পারবেন, তখন আপনাকে এডিট ক্লিক করতে হবে।
To choose your trusted contacts
Go to your Security and Login settings.
Scroll down to Choose 3 to 5 friends to contact if you get locked out and click Edit.
Click Choose friends and follow the on-screen instructions.
Go to your Security and Login settings.
Scroll down to Choose 3 to 5 friends to contact if you get locked out and click Edit.
Click Choose friends and follow the on-screen instructions.
কিভাবে আপনি অ্যাপস, গেমস এবং ওয়েবসাইটগুলির সাথে ফেসবুকের ইন্টিগ্রেশন বন্ধ করবেন।
অ্যাপস, গেমস এবং ওয়েবসাইটগুলির সাথে ফেসবুকের ইন্টিগ্রেশন বন্ধ করতে:
১। ফেসবুকে উপরের ডানদিকে ক্লিক করুন এবং সেটিংস নির্বাচন করুন।
২। বাম দিকের মেনুতে অ্যাপ্লিকেশন
এবং ওয়েবসাইটগুলিতে ক্লিক করুন।
৩।Apps,
Websites এবং Games বিভাগে স্ক্রোল করুন এবং সেটিংস ক্লিক করুন।
৪। ডিজেবল ক্লিক করুন।
To remove an app or game you've added:
From your News Feed,
Click Settings.
Click Apps and Websites in the left menu.
Click the box next to the apps or games you'd like to remove.
Click Remove.
From your News Feed,
Click Settings.
Click Apps and Websites in the left menu.
Click the box next to the apps or games you'd like to remove.
Click Remove.
অ্যাপস, গেমস এবং ওয়েবসাইটগুলির সাথে ফেসবুকের ইন্টিগ্রেশন বন্ধ করলে, অ্যাপস বা গেমসের সকল পোস্ট আপনার টাইমলাইন থেকে সরে যাবে এবং আপনি ফেসবুক ব্যবহার করে অ্যাপ্লিকেশন, গেমস এবং ওয়েবসাইটগুলিতে লগ ইন করতে পারবেন না। আপনি তথ্য হারাতে পারেন (উদাহরণ: জায়গা, হাই স্কোর) যা পুনরুদ্ধার করা যাবে না।
বিস্তারিত এর জন্য ভিডিও হেল্প নিতে পারেন।
No comments