হুয়াওয়ে মোবাইলে অ্যান্ড্রয়েড ব্যবহারের সেবা দেবে না গুগল । Huawei Google will not be able to use Android to access Google

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে কে অ্যান্ড্রয়েফডের আপডেট ভার্সন দেবে না মার্কিন টেক জায়ান্ট । এখন থেকে হুয়াওয়ের অ্যান্ড্রয়েড অপারেট সিস্টেমে কিছু সেবা দেবে না মার্কিন টেক জায়ান্ট গুগল। নতুন হুয়াওয়ে স্মার্টফোনে গুগলের ইউটিউব, গুগল ম্যাপসের মতো অ্যাপগুলো আর থাকবে না।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে থেকে পাওয়া।
Pic:Internet

এক বিবৃতিতে গুগল জানায়, তারা আদেশ মেনেই কাজ করছে এবং এর প্রভাব পর্যালোচনা করছে। গুগলের নতুন এই সিদ্ধান্তের কারণে হুয়াওয়ে গুগলের নিরাপত্তাবিষয়ক আপডেট ও প্রযুক্তিগত সহায়তা আর পাবে না। তবে ওপেনসোর্স প্ল্যাটফর্ম’–এ থাকা সফটওয়্যারগুলোই শুধু সচল থাকবে হুয়াওয়ের স্মার্টফোনগুলোয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হুয়াওয়ের নতুন ডিভাইসে ইউটিউব, জি-মেইল, গুগল ম্যাপ, ক্রোম ব্রাউজারের মতো জনপ্রিয় গুগল অ্যাপসগুলো আর থাকবে না। কারণ, এসব সেবা ওপেনসোর্স লাইসেন্সের আওতায় পড়ে না। এগুলো পেতে গুগলের সঙ্গে বাণিজ্যিক চুক্তির প্রয়োজন হয়। তবে গুগল প্লে স্টোরের অ্যাকসেস থাকা বর্তমান হুয়াওয়ের ডিভাইস ব্যবহারকারীরা এখনো গুগলের অ্যাপ্লিকেশনের আপডেট ডাউনলোড করতে পারবেন।

গত বুধবার ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত করে। এর ফলে সরকারি অনুমোদন ছাড়া মার্কিন সংস্থা থেকে প্রযুক্তিসেবা নেওয়ার পথ বন্ধ করা হয় হুয়াওয়ের জন্য।
বর্তমান হুয়াউই স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশনগুলি আপডেট করতে এবং সুরক্ষা সংশোধনগুলির মাধ্যমে আপডেট দিতে পারবে, সেইসাথে Google Play স্টোর আপডেট করতে পারবে।
কিন্তু গুগল যখন এই বছরের শেষে অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণটি চালু করবে, তখন এটি হুয়াওয়ে ডিভাইসগুলিতে পাওয়া যাবে না।

ভবিষ্যতে হুয়াওয়ে ডিভাইসগুলিতে আর YouTube এবং মানচিত্রগুলির মতো অ্যাপ্লিকেশন থাকবে না।
হুয়াওয়ে এখনও ওপেন সোর্স লাইসেন্সের মাধ্যমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণটি ব্যবহার করতে পারে।

No comments

Powered by Blogger.