বাংলা রোমান্টিক গান । Romantic Song
এই চোখে রেখে চোখ মন মাঝে আসনা
এই বুকের আকাশে উড়ে যাবো চলনা ।
কাছে এসে ভালোবেসে তুমি আমার হওনা,
সাত জনমের তুমি কেনো বোঝনা এই হৃদয়ে তুমি সে কী জানোনা ।
চারি দিকে দেখি শুধু আমি অধরে আধার তুমি হীনা কী যে ব্যাথা এই বুকেতে আমার ।
কাছে এসে ভালোবেসে তুমি আমার হওনা, সাত জনমের তুমি কেনো বোঝনা এই হৃদয়ে সে কী জানোনা ।
দুরে গেলে একটু তুমি ভরে যায় এ মন, চোখ জুড়ে নেমে আসে অঝরে শ্রাবন দুরে গেলে একটু তুমি ভরে যায় এ মন ।
কাছে এসে ভালোবেসে তুমি আমার হওনা সাত জনমের তুমি কেনো বোঝনা এই হৃদয়ে তুমি সে কী জানোনা.
গান শোনার জন্য ভিডিও ক্লিক করুন।
![]() |
PIC:FRIENDS RADIO |
গান শোনার জন্য ভিডিও ক্লিক করুন।
No comments