ফেসবুক মেসেঞ্জার গুরুত্বপূর্ণ সেটিং । Facebook Messenger important settings

ফেসবুক ব্যবহার কারীদের মাঝে মেসেঞ্জার খুব গুরুত্ব বহন করে থাকে। ফেসবুক মেসেঞ্জার এমন একটি অ্যাপ যা প্রতিদিন প্রায় সবাই ব্যবহার করেন। বন্ধুদের আড্ডা থেকে শুরু করে সব ব্যাপারেই মেসেঞ্জারের ব্যবহার চ্যাট করা, ছবি পাঠানো অথবা অডিও/ভিডিও কলের বাইরেও কিন্তু মেসেঞ্জারের বেশ মজার ও কাজের কিছু ফিচার রয়েছে। এই অ্যাপটিকে ক্রমান্বয়ে এতোটাই কার্যক্ষম করে তোলা হচ্ছে যে ব্যবহারকারীরা মেসেঞ্জার দিয়েই অনেক গুরুত্বপূর্ণ এবং মজার সব কাজ করতে পারেন।
Messengers are very important in the use of Facebook. Facebook Messenger is an app that uses almost everyone every day. Messengers use in all things from friends start to chat Apart from chatting, sending photos or audio / video calls, Messenger has some fun and workable features. This app is so efficiently being made that users can do many important and fun things through messenger.


মেসেঞ্জার ব্যবহারের কিছু নিয়ম জানা থাকলে খুব সহজেই অনেক কাজ করা যায়। আসুন দেখে নিই কয়েকটি নিয়ম-
Knowing some rules of messenger can be very easy to do. Let's see some rules.

১। আপনি বন্ধুদের আপনার অবস্থান সম্পর্কে জানাতে চাইলে প্রথমেই তার সাথে চ্যাটে চলে যান। তারপর সেখান থেকে লিখার জায়গার পাশে সেখান থেকে ‘লোকেশন’ সিলেক্ট করুন।

If you want to let friends know about your location, first go to chat with them. Then from there to the place of writing, select 'Location' from there.

২। মেসেঞ্জার চার-পাঁচ জন কিংবা তার চেয়ে বেশি মানুষ মিলে গ্রুপ চ্যাট চালু করতে পারেন। সবাই মিলে একইসঙ্গে আলোচনা করা সম্ভব। সাথে অডিও/ভিডিও কথা বলতে পারবেন তবে ৫০জন মেম্বার নিছে রাখতে হবে অডিও/ভিডিও জন্য।  
Four or five people or more people in the messenger group can start group chat. It is possible to discuss together with everyone. For audio / video call need to maintain maximum 50 members.

৩। আপনি কোন গ্রুপ চ্যাটে ছিলেন এখন আর সেখানে আপনার কাজ নেই কিন্তু আপনি বের হয়েও যেতে চান না, তা হলে আপনি যা করতে পারেন নোটিফিকেশন অফ করার জন্য।
আপনি পুরো গ্রুপ চ্যাটটিকে মিউট করে রাখতে পারেন। আপনি নির্দিষ্ট সময়ের জন্যও করতে পারবেন। যেমন- ১৫ মিনিট১ ঘণ্টা৮ ঘণ্টা এবং ২৪ ঘণ্টার জন্য। ও “Until I turn it back on” এই অপশনের সাহায্যে আপনি গ্রুপ চ্যাট নোটিফিকেশন অফ করতে পারবেন।
If you want to stop group chat notifications. You can keep the whole group chat silent. You can also do it for a specified period. For example - for 15 minutes, 1 hour, 8 hours and 24 hours. With this option you can turn off group chat notifications.

৪। কোন ফ্রেন্ড আপনাকে ম্যাসেজ দিলো কিন্তু আপনার সাথে এড নাই, তখন সেটা দেখতে হলে আপনাকে ‘সেটিংস’ অপশনের ‘পিপল’ থেকে ‘মেসেজ রিকোয়েস্ট’ অপশনে যেতে হবে তা হলে আপনি পেয়ে যাবেন।
If you do not have anyone connected with you. You need to check request massage; If you want to see it then you will be able to go to 'Settings' option 'People' to 'Message request ' option, then you will get it.

৫। মেসেঞ্জারে খুব সহজেই ভয়েস এবং ভিডিও কল করা যায়। ওপরের দিকের ভয়েস এবং ভিডিও বাটন ব্যবহার করে এই সুবিধা উপভোগ করতে পারবেন। ইচ্ছা করলে ভয়েস মেসেজের সুবিধা নিতে পারবেন।
Voices and video calls can be easily made in Messenger. You can enjoy this feature using the voice and video buttons.

৬। আপনার কাছের বন্ধু জন্য মেসেঞ্জারের ‘নিকনেম’ অপশনে গিয়ে আপনার পছন্দের নামটি দিতে পাড়বেন।
For your closest friend, go to the "Nickname" option of Messenger, and you will be given the name of your choice.

৭। ফেসবুক মেসেঞ্জার রেখেছে অনেক স্টিকার এবং ইমোজির ব্যবস্থা। আপনার পছন্দমতো স্টিকার-ইমোজি ব্যবহার করতে পারবেন।
Facebook Messenger has many stickers and emoji system. You can use sticker-emoji as your choice.

৮। ইগনোর বা মিউট’ সিলেক্ট করুন:
আপনি চাইলে কাউকে ব্লক করে রাখতে পাড়েন যাতে আপনাকে ম্যাসেজ দিতে না পারে, অনেক সময় সেই বেক্তিটি আপনাকে খারাপ ভাবতে পারে, এই সমস্যা সমাধান এর জন্য আপনি তাকে ইগনোর করে রাখতে পারেন, সে ম্যাসেজ দিবে কিন্তু আপনার সামনে আসবে না। সেও ভাববে হয়তো আপনি ব্যাস্ত বা মেসেঞ্জারে নেই।
নোটিফিকেশন মিউট করে রাখতে পারেন। এই মিউট আপনি নির্দিষ্ট সময়ের জন্যও করতে পারবেন। যেমন- ১৫ মিনিট১ ঘণ্টা৮ ঘণ্টা এবং ২৪ ঘণ্টার জন্য। এছাড়াও “Until I turn it back on” এই অপশনের সাহায্যে করতে পারবেন।এই অপশনটি পেতে হলে প্রথমেই তার সাথে চ্যাটে চলে যান। তারপর সেখান থেকে তিনটা ডট চিহ্নে চাপ দিয়ে ধরে রাখুন। সেখান থেকে ‘ইগনোর বা মিউট’ সিলেক্ট করুন।
For ignore bottom to get this option, go to chat with him first. Then hold down three dots from there. Select ' ignore or Mute' from there.

৯। ছবি অটো সেভ বন্ধ করাঃ
সেটিং গিয়ে আপনাকে Photo & Media যেতে হবে, এর পর Save on Capture গিয়ে অফ করে দিন। আর গ্লারিতে ছবি সেভ হবে না।

১০। সিক্রেট কনভারসেশন করাঃ
আপনাকে প্রথমে সেই আইকনে যেতে হবে, এর পর যেই আইডি দরকার তা দিয়া চ্যাট করতে হবে। এখানে আপনি টাইম সেট করে দিতে পারবেন, সেই টাইম এর পর আর ম্যাসেজ থাকবে না, অটো ডিলেট হয়ে যাবে। 
©Friends Radio

No comments

Powered by Blogger.