ফেসবুক আইডি বন্ধ হয় কেন। Facebook ID Disable
কয়েকদিন ধরে খেয়াল করা যাচ্ছে, অনেক গ্রুপ,ফেসবুক পেজ ও আইডি বন্ধ করে দেওয়া হচ্ছে,
এর কারন হিসাবে দেখা যায় ফেসবুক অথেনটিকেশন মানে কমিনিটি গাইড লাইন ব্রেক করার কারনে, যেমনঃ সেক্সুয়াল কন্টেট ব্যবহার করা, দেশ বা জাতীয় ক্ষতিকর এমন জিনিষ দেওয়া, ফেইক খবর ছড়ানো বা কোন রক্তাক্ত কিনবা সমাজে ক্ষতিকর এমন সব ভিডিও শেয়ার করা।
পাশাপাশি কিছু হচ্ছে আইডিতে ফেইক নাম, ফেইক ইনফর্মেশন দেওয়ার কারণে।
আপনার কাছে থাকা ন্যশনাল আইডি কার্ড / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট সেগুলোতে যে নাম ও জন্মতারিখ আছে সেগুলোর সাথে নিজেদের ফেসবুক আইডির নাম, এর সাথে মিল রাখতে পারেন। আইডি ডিজেবল হলেও তা পরবর্তীতে কার্ড সাবমিট করে ব্যাক আনা যাবে।
ধন্যবাদ।
©Friends Radio
![]() |
পাশাপাশি কিছু হচ্ছে আইডিতে ফেইক নাম, ফেইক ইনফর্মেশন দেওয়ার কারণে।
আপনার কাছে থাকা ন্যশনাল আইডি কার্ড / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট সেগুলোতে যে নাম ও জন্মতারিখ আছে সেগুলোর সাথে নিজেদের ফেসবুক আইডির নাম, এর সাথে মিল রাখতে পারেন। আইডি ডিজেবল হলেও তা পরবর্তীতে কার্ড সাবমিট করে ব্যাক আনা যাবে।
ধন্যবাদ।
©Friends Radio
No comments