বাইকারদের জানা অজানা টিপস। Bike Ride Tips
বাইকাররা ইদানিং প্রায়ই বিভিন্ন প্রশ্ন করে থাকে।
এই সব প্রশ্নের উত্তর দিয়ে শেয়ার করলেনঃ-
সার্জেন্ট হাসান --এস.এম.পি
এই সব প্রশ্নের উত্তর দিয়ে শেয়ার করলেনঃ-
সার্জেন্ট হাসান --এস.এম.পি
![]() |
প্রতিকী ছবি |
★প্রশ্নঃআমার গাড়ির সব কাগজ ঠিক আছে
তাহলে কেন আমাকে অযথা মামলা দেয়া হল।
উঃগাড়ির কাগজ ঠিক
থাকলেই যে মামলা হবে না তা কিন্তু নয়।ট্রাফিক রুলস ভায়োলেশন করলে আপনার গাড়ির মামলা
হবে।যেমন উল্টো পথে আসা, ওভারস্পিড সহ নানা কারনে মামলা হতে পারে।
★প্রশ্নঃলার্নার কার্ড দিয়ে গাড়ি চালানো
যাবে কি?
উঃকখনোই না।লার্নার
কার্ড দেয়া হয় ড্রাইভিং শেখার জন্য রোডে গাড়ি চালানোর জন্য নয়।
★প্রশ্নঃআমার হ্যালমেট গাড়িতে ছিল তাও
হ্যালমেটের মামলা কেন দিল?
উঃ হ্যালমেট সাজিয়ে
রাখার জন্য নয় পরিধান করে বাইক রাইড করুন।
★প্রশ্নঃগাড়ির সকল কাগজ আপডেট থাকার পরও
কেন বাইক রেকার করল?
উঃগাড়ির সকল কাগজ
সাথে না থাকলে কিংবা শুধুমাত্র ফটোকপি থাকলে গাড়ি রেকার হবে কারন মামলা করতে হলে
গাড়ির মিনিমাম একটি পেপারস আটক রাখতে হয় যেটি আপনি প্রদানে ব্যার্থ।
★প্রশ্নঃ গাড়িতে রেকার না লাগিয়ে কেন
রেকার বিল নেয়া হল।
উঃ গাড়ির কোন কাগজ
না থাকলে কিংবা রং পার্কিং এ গাড়ি রেখে চলে গেলে রেকার স্লিপ লেখা হয় কিন্তু রেকার
দিয়ে ডাম্পিং প্লেসে না নিয়ে জরিমানা আদায় করা হয় কারন রেকার লাগালে আপনার গাড়ির
ক্ষতি হবে আপনার গাড়ির কথা চিন্তা করে ও সাময়িক অসুবিধা থেকে মুক্ত করার জন্য স্লিপ
দিয়ে নগদ জরিমানা নেয়া হয়।
★প্রশ্নঃশোরুম থেকে গাড়ি কিনে কাগজ করতে
দিয়েই কি AFR লিখে গাড়ি চালানো যাবে?
উঃ কাগজ ব্যাতিত
আপনি গাড়ি চালাতে পারবেন না।
★প্রশ্নঃ ২০০ টাকার ইন্স্যুরেন্সের ডেট
শেষ হল বলে ২০০০ টাকার জরিমানা করলেন?
উঃএকারনেই ডেট চেক
করা উচিত আর ইন্স্যুরেন্সের জরিমানা ২০০০ টাকা।
★প্রশ্নঃআমার সব কাগজ ঠিক থাকার পরও
সার্জেন্ট সাহেব অযথা আমাকে দার করিয়ে হয়রানি করেছে
উঃ আপনার সব কাগজ
ঠিক থাকলে এবং ট্রাফিক রুলস ভায়োলেশন না করলে আপনাকে কেউই মামলা দিতে পারবে না।
★প্রশ্নঃআমার সহযাত্রীর হেলমেট না থাকায়
কেন মামলা দিবে? এটা কবে থেকে চালু হলো?
উঃ মটরযান আইনের ১০০
ধারা অনুযায়ী আপনার সহযাত্রীর হেলমেট আবশ্যক নচেৎ জরিমানা।
★প্রশ্নঃ আপনাদের রুলসের অভাব
নাই।আকাশের যত তারা পুলিশের আইনের তত ধারা
উঃপুলিশ কি আইন
বানায় বা প্রনয়ন করে?
★প্রশ্নঃগাড়ির সব কাগজ ঠিক আছে,ট্রাফিক রুলস
ভায়োলেশনও করিনি, আমার হেলমেটও আছে তবে কেন লুকিং গ্লাসের মামলা দিল
উঃ লুকিং গ্লাস খুলে
ফেলা কোন স্টাইল নয়।হেলমেটের মত এটাও আপনার সেফটির জন্য।
★প্রশ্নঃআমার বাইকে হলার,বীকন লাইট,ও ইমারজেন্সি হর্ন
লাগানোর কারনে ১৫১ ধারায় এত বড় জরিমানা কেন করল?
উঃহলার লাগালে শব্দ
দূষন হয় একইসাথে সবার বিরক্তির কারন হয়ে দাড়ায়।যা মডিফাই করা হয় বলে ডিবি কিলার
বিহীন হলার লাগালে ১৫১ ধারায় মামলা হয়।আবার বীকন লাইট,ইমার্জেন্সি হর্ন
শুদুমাত্র ভিআইপি গাড়ি,প্রটেকশনের গাড়ি ও এম্বুলেন্স সহ সরকারি ইমার্জেন্সি গাড়ি ব্যাতিত অন্য কোন
গাড়িতে লাগানোর অনুমতি নেই।
★প্রশ্নঃনিলামে বাইক কিনে কাগজ করা যায়? অনেকেই বলে করা
যায়।আর নিলামকৃত বাইক কি রোডে চালানো যায়?
উঃ নিলামে বাইক ছাড়া
হয় পার্টসগুলো ব্যবহারের জন্য।হাইকোর্ট কর্তৃক নিলামকৃত বাইক চালনা অবৈধ বিধায়
রোডে চালানোর প্রশ্নই আসে না।যদি কেউ বলে থাকে ১০০% কাগজ করে দিতে পারবে তবে
জেনেশুনে প্রতারিত হবেননা।
★প্রশ্নঃবর্ডার ক্রস বাইক কিনে কি কাগজ
করা যায়।বিক্রয় করার সময় বলা হয় সব কাগজ করে দিবে।
উঃ না বর্ডার ক্রস
বাইকের কাগজ কররা যায় না।যারা বলে, মনে রাখবেন জেনেশুনে প্রতারিত হতে
যাবেননা। সবশেষে হ্যালমেট পড়ুন,ট্রাফিক আইন মেনে চলুন, অন্যকেও মানতে সহযোগিতা করুন।আইনকে
সম্মান করুন।
শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।
No comments