অনলাইন ইনকাম । Online Income

মানুষের জীবনে ইন্টারনেটের অনেক প্রভাব পরছে। মানুষ এখন অর্থ আয়ের জন্য নানা কৌশল কৌশল প্রয়োগ করছে। অনলাইনে আয়ের নানা পথও তৈরি হয়েছে।
অনেকে হয়তো ভেবে নিয়েছে অনলাইনে ইনকাম অনেক কঠিন, বাস্তবতাইয় অনেক সহজ হল অনলাইনে ইনকাম।
অনলাইন ইনকাম হতে পারে আপনার বেকারত্ব জীবনের অভিশাপ থেকে মুক্তির পথ, অনলাইন ইনকাম হতে পারে  আপনার জব।


অনলাইনে ইনকাম করতে চাইলে আপনাকে কাজের পাশাপাশি ধৈর্য্য ধারন করেতে হবে
Pic:Friends Radio
অনলাইনে ইনকাম এর জন্য সহজ পথ গুলোর মধ্য কিছু হলঃ-  
ফেসবুক,  ইউটিউব, পারসোনাল ব্লগ পারসোনাল ওয়েবসাইট 
এর বাহিরেও অনেক ইনকাম করা যায়, তবে আমার কাছে মনে হয়েছে নতুনদের জন্য এর চাইতে সহজ আর কিছু হতে পারে না।  


আপনি যদি সত্যি কাজ করতে চান, তা হলে আগে বুজতে হবে, আমি কি পারি সব সময় কোন কাজ নিয়ে ব্যস্ত থাকি, তা হলে আপনি বেচে  নিতে পাড়বেন আপনি কোথায় থেকে স্টার্ট করবেন। 
যেমন ধরুনঃ
১. ভিডিও করতে ভালোবাসি।
২. গান গাইতে ভালোবাসি।
৩. জ্ঞান দিতে ভালোবাসি।
৪. গল্প লিখতে ভালোবাসি।
৫. নিউজ করতে পারি।
৬. রান্না ভালো পারি।
৭. ঘুরাঘুরি ভালো পাড়ি।
৮. শিক্ষাতে ভালোবাসি।
৯. গজল করতে পাড়ি।
১০. খাবার রিভিউ দিতে পাড়ি

এই রকম অনেক দিক রয়েছে, আগে আপনাকে বুজতে হবে আমি কোথায় ত্থেকে স্টার্ট করবো, আশা করি সফল আসবেই।
প্রথমে জেনে নেওয়া যাক, ব্লগ ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব আসলে কিভাবে টাকা ইনকাম করা যায়।
এই সাইডগুলোতে গুগল এডসেন্স কাজ করে থাকে, যার মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পাড়ি।
এডসেন্স হলো গুগলের একটি প্রোডাক্ট যা পোস্টকারী বা পাব্লিশাদের মাজে কাজ করে থাকে ও এই সাইড গুলোতে বিজ্ঞাপন প্রদর্শনী করে থাকে। এই বিজ্ঞাপনের থেকে আমাদের প্যামেন্ট করে থাকে।

টাকা ইনকাম বা বিজ্ঞাপন পাওয়ার জন্য এডসেন্স এর দ্বারা অনুমোদিত হতে হবে আপনার সাইড।

কিভাবে সে কাজ করেঃ
CPC-Cost Per Click : গুগল এডসেন্স থেকে আয়ের সবচেয়ে ভালো উপায় হলো CPC.মানে হল, আপনার ফেসবুক, ইউটিউব, ব্লাগ বা ওয়েবসাইটে ভিজিটর যতবার আপনার অ্যাড এ ক্লিক করবে আপনি টাকা পাবেন।  নিজেই নিজের অ্যাড এ ক্লিক করা যাবে। প্রকাশক নিজের অ্যাড এ ক্লিক করা কঠোরভাবে নিষেধ। 
CPM- Cost per thousand Impression : ভিজিটর আপনার অ্যাড যতবার ভিউ করলো। প্রতি এক হাজার বার ভিউ এর জন্যে গুগল আপনাকে টাকা পে করবে।
PPC-Pay Per Click : বিজ্ঞাপনদাতার উপর গুগল এই মেথড ফলো করে। এর মানে আপনার ফেসবুক, ইউটিউব, ব্লাগ বা ওয়েবসাইটে এ যে বিজ্ঞাপন গুগল দিবে তার উপর প্রতি ক্লিকে গুগল বিজ্ঞাপনদাতা থেকে যে অর্থ নিবে সেটাই PPC
গুগল এডসেন্স থেকে কত ইনকাম করতে পারবেন?
ইনকাম আপনার আর্টিকেল লেখা এবং ফেসবুক, ইউটিউব, ব্লাগ বা ওয়েবসাইট প্রচারের উপর নির্ভর করে।
আপনার সাইটে যত বেশি ভিজিটর আসবে তত বেশি আপনার CPM হবে।
আর CPM বাড়লে CTR এমনিতেই বাড়তে থাকবে।
CTR এবং ভিজিটর ডিটেইলস পেতে গুগল এনালাইটিক্স ব্যাবহার করবেন। গুগল এনালাইটিক্স অত্যন্ত শক্তিশালী একটি টুল ওয়েব মাস্টারদের জন্যে।

চলুন বিস্তারিত জানা যাকঃ-  
#ফেসবুক থেকে ইনকামঃ
বর্তমান সময়ে ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়সী সবাই ব্যবহার করে। ফেসবুকে পেজ দিয়ে টাকা ইনকাম করা যাবে।। কারণ ফেসবুক বাংলাদেশ থেকে ভিডিও মনিটাইজ সিস্টেম চালু করেছে।
উপায়ঃ
ফেসবুকের মনিটাইজেশনের প্রথম শর্ত হলো আপনার পেইজ এ মিনিমাম ১০,০০০ লাইক থাকতে হবে।
১০ হাজার লাইকের পাশাপাশি থাকতে হবে শেষ ৬০ দিন বা ২ মাসে ৩০,০০০ মিনিট বা ৫০০ ঘন্টার ভিডিও ওয়াচ টাইম।
ভিডিওটি মনিটাইজেশন এর উপযুক্ত হতে হলে ভিডিও হতে হবে কমপক্ষে ৩ মিনিট।
সব গুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি পেজ মনিটাইজেশন করতে পারছেন।

#ইউটিউব থেকে ইনকাম
ইউটিউব ফেসবুকের মত আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়সী সবাই ব্যবহার করে। ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যাবে। 

উপায়ঃ
ইউটিউব মনিটাইজেশনের প্রথম শর্ত হলো আপনার চ্যানেলে এ মিনিমাম ১০০০ সাবস্ক্রাইব থাকতে হবে।
১০০০ সাবস্ক্রাইব এর পাশাপাশি থাকতে হবে শেষ ৩৬০ দিনে বা ২ মাসে ৪০০০ ঘন্টার ভিডিও ওয়াচ টাইম।
সব গুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি চ্যানেলে মনিটাইজেশন করতে পারছেন।

#ব্লগ থেকে ইনকাম
একটি ব্লগ ওয়েবসাইট হতে পারে আপনার জীবনের ইনকামের উৎস। যদি আপনি একটু কষ্ট  করেন তাহলে এখান থেকে আপনি প্রতি মাসে অনেক ভালো এমাউন্টের একটা অর্থ আয় করতে পারবেন।
আপনি যদি শুরুর দিকে একটু কষ্ট করে নিয়মিত ভালো ভালো আর্টিকেল(Article) লিখে যান। তাহলে গুগল এডসেন্স মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনার আর্টিকেল এর মধ্য এড দিয়ে ইনকাম করার সুযোগ করে দিবে।
আপনি ইচ্ছে করলে  ব্লগে (Blog) পার্টটাইম(part time) ফুলটাইম(Full time) যে কোন ভিত্তিতেই কাজ করতে পারবেন এমন কি আপনার অবসর সময় গুলোতে আপনার ব্লগে(Blog) লেখা লেখি করে কাটাতে পারেন।
#ওয়েবসাইট থেকে ইনকাম
আপনি আয় করতে পারেন একটি ওয়েবসাইট থেকে একধিক উপায়ে ,আপনার একটি ওয়েব সাইট  থাকলে আপনি ঘরে বসে আয় করতে পারেন।যে সব উপায়ে একটি ওয়েব সাইট থেকে আয় করা যায় 
তা  হলো। 
১.এফিলিয়েট মার্কেটিং করে         
.গুগল এডসেন্স এ্র্যাড থেকে 
৩.বিজ্ঞাপনের জায়গা বিক্রি করে 
৪.নিজস্ব ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে 
৫.স্পন্সরড পোস্ট থেকে
বিস্তারিত এর জন্য ভিডিও হেল্প নিতে পারেন।
©Friends Radio

1 comment:

  1. Thanks sir share this information.He has really sweet responses to basically all of these:Thank you so much💋✅😂🤣💋💕💋

    ReplyDelete

Powered by Blogger.