ফেসবুক হ্যাক থেকে বাঁচার কিছু সহজ টিপসঃ
ফেসবুক হ্যাক থেকে বাঁচার কিছু সহজ টিপসঃ
1। আইডি দিয়ে ভেরিফাই করা লাগে এমন কোন গেম খেলা যাবে না।
২। ফেস অ্যাপ অথবা এমন কোন সাইটে ঢুকা যাবে না, যা ব্যবহার করার জন্য আইডি থেকে পারমিশন দিতে হয়।
৩। পাসওয়ার্ড নাম্বার এর সাথে @# দিয়ে দিন। যেমন Sssc0204@#4211, কখন নিজের জন্মতারিখ বা মোবাইল নাম্বার ব্যবহার করবেন না।
৪। টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন।
৫। সম্ভব হলে ফেসবুক লক করে চালানো, ফেসবুক লক করে দিলে আমার কোন ইনফর্মেশন অন্য সাইট থেকে সহজে নিতে পারবে না, যেমন জন্মতারিখ, ইমেইল ওর মোবাইল নাম্বার।
৬। আত্মীয় হোক অথবা ঘনিষ্ঠ বন্ধু, নিজের পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। কাজ শেষে অ্যাকাউন্ট থেকে লগ-আউট করতে ভুলবেন না ।
৭। নিউজ ফিডে থাকা অপরিচিত বা আকর্ষণীয় কোনো ওয়েব ঠিকানার লিংকে ক্লিক করবেন না। তৃতীয় পক্ষের কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন ব্যক্তিগত তথ্যে প্রবেশের অনুমতি চাইলে সেগুলো পরিহার করতে হবে।
৮) চেনাজানা ছাড়া কাউকে বন্ধু বানানো মানে তাঁকেও আপনার ব্যক্তিগত তথ্য দেখার অনুমতি দিয়ে দিলেন।
৯) নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন। প্রতিবার নতুন একটি পাসওয়ার্ড দিন। ফেসবুক সেটিংস থেকে লগইন নোটিফিকেশন অপশনটি চালু করতে ভুলবেন না।
১০) কম্পিউটারের নিরাপত্তাবিষয়ক সফটওয়্যারগুলো সব সময় আপডেট করে রাখুন। আপডেট ব্রাউজার ব্যবহার করুন।
ধন্যবাদ।।
আরো জানতে হলে ভিডিও হেল্প নিতে পারেন।
Friends Radio
1। আইডি দিয়ে ভেরিফাই করা লাগে এমন কোন গেম খেলা যাবে না।
২। ফেস অ্যাপ অথবা এমন কোন সাইটে ঢুকা যাবে না, যা ব্যবহার করার জন্য আইডি থেকে পারমিশন দিতে হয়।
৩। পাসওয়ার্ড নাম্বার এর সাথে @# দিয়ে দিন। যেমন Sssc0204@#4211, কখন নিজের জন্মতারিখ বা মোবাইল নাম্বার ব্যবহার করবেন না।
৪। টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন।
৫। সম্ভব হলে ফেসবুক লক করে চালানো, ফেসবুক লক করে দিলে আমার কোন ইনফর্মেশন অন্য সাইট থেকে সহজে নিতে পারবে না, যেমন জন্মতারিখ, ইমেইল ওর মোবাইল নাম্বার।
৬। আত্মীয় হোক অথবা ঘনিষ্ঠ বন্ধু, নিজের পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। কাজ শেষে অ্যাকাউন্ট থেকে লগ-আউট করতে ভুলবেন না ।
৭। নিউজ ফিডে থাকা অপরিচিত বা আকর্ষণীয় কোনো ওয়েব ঠিকানার লিংকে ক্লিক করবেন না। তৃতীয় পক্ষের কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন ব্যক্তিগত তথ্যে প্রবেশের অনুমতি চাইলে সেগুলো পরিহার করতে হবে।
৮) চেনাজানা ছাড়া কাউকে বন্ধু বানানো মানে তাঁকেও আপনার ব্যক্তিগত তথ্য দেখার অনুমতি দিয়ে দিলেন।
৯) নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন। প্রতিবার নতুন একটি পাসওয়ার্ড দিন। ফেসবুক সেটিংস থেকে লগইন নোটিফিকেশন অপশনটি চালু করতে ভুলবেন না।
১০) কম্পিউটারের নিরাপত্তাবিষয়ক সফটওয়্যারগুলো সব সময় আপডেট করে রাখুন। আপডেট ব্রাউজার ব্যবহার করুন।
ধন্যবাদ।।
আরো জানতে হলে ভিডিও হেল্প নিতে পারেন।
Friends Radio
No comments